মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিতঃ ১৫ এপ্রিল, ২০১৬  

সোনারবাংলা৭১.কম ডেস্নঃ2016_02_04_11_06_56_53EYsMG8n97lxhfAEyuCwAOS1ozV8t_original গরীতে পুকুরে ডুবে ফাহিম হায়দার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে নগরীর বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন স্কুলের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহত ফাহিম হায়দার বরিশাল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন এলাকার হায়দার মীরার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফাহিম হায়দারসহ তার ৫-৬ জন চাচাতো ভাই অক্সফোর্ড মিশন স্কুলের পুকুরে সাঁতার কাটতে যান। কিছুক্ষণ সাঁতার কাটার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ফাহিম হায়দারকে তার ভাইয়েরা উদ্ধার করে পার্শ্ববর্তী আম্বিয়া হাসপালে নিয়ে যারন। সেখানকার চিকিৎসকদের পরামশে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেবাচিমের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানবিরুল ইসলাম আদিব জানান, হাসপাতালে আনার অন্তত আধা ঘণ্টা আগে ফাহিম হায়দারের মৃত্যু হয়।