মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ download-91সরাইলে সৌদী প্রবাসী হুমায়ুন কবিরের বসত বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। উপজেলার কালিকচ্ছ বিজিবি ক্যাম্পের ৫০ গজ পশ্চিম পাশে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গৃহকর্তা জানান, তার নতুন বাড়ির ৪তলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করছেন তিনি। গত শুক্রবার গভীর রাতে নিচতলার ক্লাক্সিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০/১২ জনের সংঘবদ্ধ একদল ডাকাত। তাদের হাতে ছিল রামদা চাপাতি বল্লম ও ছুঁড়া। শর্ট প্যান্ট পড়া ও মুখোশধারী ডাকাতরা কক্ষের ভেতরে প্রবেশ করেই দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে গৃহকর্তা হুমায়ুনের হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলে। নতুন বাড়ি করার সময় ট্যাক্স দেয়নি হুমায়ুন। এজন্য তারা ট্যাক্স আদায় করতে এসেছে বলে হুমায়ুনকে জানায়। পরে ডাকাতরা ইচ্ছেমত নগদ ৩২ হাজার টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৭টি বিদেশী মুঠোফোন সেট সহ মো ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।