মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় প্রায় দুই‘শ ফুট অবৈধ কাঠ আটক

প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০১৬  

pic d_123151 নিজস্বপ্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে অবৈধভাবে কাঠ পাচারকালে গতকাল শুক্রবার সকাল দিকে বিভিন্ন প্রজাতির প্রায় দুই‘শ ফুটগোল কাঁঠ আটক করেছে। আটককৃত কাঠের মুল্য প্রায় দুই লাখ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এসময় কাঠ বহনকারী কভার ভেন চট্টমেট্টো-ট-১১-১৮৫০ আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী-বিজিবি,পুলিশ ও বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা সড়ক পথে সমতল জেলায় অবৈধ উপায়ে কাঠ পাচার হয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা মাটিরাঙ্গা নতুন পাড়া এলাকা যাবার পর পুলিশ সদস্যদের দেখে গাড়ির চালক ও কাঁঠের মালিক পালিয়ে যায়। এই সময় মুল্যবান কাঠ ও বহনকারী কভার ভেনটি উদ্ধার করে পুলিশ সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো বলেন চোরাই কাঠ পাচারকালে আটক বহনকারী কভার ভেনের মালিক ও কাঠ পাচার কারিকে উদ্ধার করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের করা হবে। তিনি আরো বলেন উদ্ধারকৃত অবৈধ কাঁঠ ও বহনকারী কভার ভেনটি মাটিরাঙ্গা ফরেষ্ট অফিসে প্রেরণ করা হবে বলে।