২ পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে খুন
প্রকাশিতঃ ০৮ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ : ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুরে মিয়াপাড়া সড়কে এক পরিচ্ছন্নতাকর্মী ও তার এক সহযোগীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতের কোন এক সময় এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন-পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দার (২৮) ও তার স্ত্রীর ভাই ভরত জমাদ্দার (২৩)। এর দুজনই পৌরসভার আলীপুর এলাকায় হরিজন পল্লীতে বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় লাশ দুটি মুসল্লিদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেয়।
এদিকে নিহত পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, ইতোপূর্বে রাতে ওই এলাকায় কাজ করার সময় কিছু লোক বেশি রাতে কাজ না করার জন্য হুমকি দিত। তিনি ধারণা করেছেন রাতে বিচরণকারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন সোনারবাংলা৭১.কমকে জানান, থবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।