বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

প্রকাশিতঃ ০৩ এপ্রিল, ২০১৬  

নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন । আজ শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, শনিবার রাত ৯টার দিকে কাঁচপুরের একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। বেশ কয়েকজন আহত হন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। –