ফরিদপুরে পেট্রোল পাম্পের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাই
প্রকাশিতঃ ৩০ মার্চ, ২০১৬
নিজস্বপ্রতিবেদক: ফরিদপুর: বাখুণ্ডা এলাকায় মেসার্স মিনিবাস ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মইনুর রহমানকে (৩২) গুলি করে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আহত মইনুরকে উদ্ধারের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মইনুর বলেন, সারাদিনের বিক্রির টাকা নিয়ে পাম্প থেকে ফরিদপুর শহরের মিনিবাস মালিক সমিতির অফিসে যাচ্ছিলেন তিনি। এসময় পাম্পে তেল নিতে আসা খন্দকার ট্রাভেলস এর বাসে উঠেন। এ সময় দুটি মোটরসাইকেল যোগে ৬ জন ছিনতাইকারী গাড়ির সামনে এসে অবস্থান নেয়। দুইজন গাড়ির ভিতরে উঠে তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে তার পায়ে গুলি করে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক বিপুল কুমার সোনারবাংলা৭১.কমকে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। –