বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আইনমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কসবা ও আখাউড়ায় ২০ হাজার কলম বিতরণ

প্রকাশিতঃ ৩০ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদক:Brahmanbaria_pic-768x576 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়রের উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কলম বিতরণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২০ হাজার কলম বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল আখাউড়ায় কেক কাটা, দোয়া, আলোচনাসভা ও দেয়াল লিখন কর্মসূচী পালন করা হয়। আখাউড়া পৌরসভার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ফোর কার্যক্রম এসব কর্মসূচীর আয়োজন করে। সকালে পৌরসভা মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। প্রবীণ ব্যক্তি মধু সুধন পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি এস এম শাহজাদা খাদেম। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক আবুল কাসেম ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, পিয়ারা বেগম পিওনা, নাছরীন নবী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন, সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা বেগম, কাদিরুজ্জামান ভূইয়া, মোঃ মোসলেহ উদ্দিন প্রমুখ।
এদিকে মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন চিত্র অংকন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের শিশু শিল্পীরা এসব চিত্র আঁকে।