বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঞ্ছারামপুরের মেম্বার প্রার্থীকে পিটানোর অভিযোগে সন্ত্রাসী শিপন গ্রেফতার

প্রকাশিতঃ ২৬ মার্চ, ২০১৬  

জেলাপ্রতিনিধি: 2015_07_08_08_39_32_RPyonvAdgKm0cnfeGTZL2J5b4v1kFN_originalব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক সংখ্যালঘু মেম্বার প্রার্থী ও তার এজেন্টদের মারধর করার অভিযোগে সন্ত্রাসী শিপন মিয়া (৪০) গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফরদাবাদ ইউনিয়রের ৪নং ওয়ার্ডের ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা কেন্দ্রে ভোট চলাকালে গত মঙ্গলবার প্রতিদ্বন্ধি প্রার্থীর কর্মী সমর্থকরা মেম্বার প্রার্থী কমল ঘোষ ও তার এজেন্ট সনানন্দ দাস ও বিকাশ দাসকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এ ঘটনায় কমল ঘোষ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বাঞ্ছারামপুর থানায় ১৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মেম্বার প্রার্থী কমল ঘোষ জানায়, সন্ত্রাসী শিপন ও কালামের নেতৃত্বে আমার ও আমার এজেন্ট ও আমার ভায়ের উপর হামলা চালানো হয়। এখন নানা ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, কমল ঘোষ ও তার লোকজনকে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যসব আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।