ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ১১, বিদ্রোহী ২ নির্বাচিত হয়েছেন
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০১৬
মনির হোসাইন চৌধুরী = রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৫টি ইউপি নির্বাচন আ.লীগের ১১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দুইটি ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন।আরও খবর : কুমিল্লায় ১০টিতে আ.লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র
মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে এসব প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।
আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে বিজয়ীরা হলেন, আড়াইসিঁধা ইউনিয়নে মো. সেলিম মিয়া (আ.লীগ)। তারুয়া ইউনিয়নে মো. ইদ্রিস হাসান (আ.লীগ)। শরীফপুর ইউনিয়নে মো. সাউফুদ্দিন চৌধুরী (আ.লীগ)। দূর্গাপুর ইউনিয়নে মো. সাজু খান (আ.লীগ)।
তালশহর ইউনিয়নে মো. আবু শামা (আ.লীগ)। এছাড়া চরচারতলা ইউনিয়ন ইউনিয়নে জিয়াউদ্দিন খন্দকার (আ.লীগ বিদ্রোহী) ও
লালপুর ইউনিয়ন মো. আবদুল খায়ের (আ.লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। আরও খবর : রাঙ্গুনিয়ায় আ.লীগের আজগর নির্বাচিত
অপরদিকে বাঞ্ছারামপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ছয়ফুলাহকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম তুষার (আ.লীগ)
পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান (আ.লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরও খবর: চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত
এছাড়া মানিকপুর ইউনিয়নে আব্দুর রহিম (আ.লীগ), দরিকান্দি ইউনিয়নে শফিকুল ইসলাম (আ.লীগ), রূপস্দী ইউনিয়নে মো. ফিরোজ মিয়া (আ.লীগ), তেঁজখালী ইউনিয়নে মো. তাজুল ইসলাম (আ.লীগ), ফরদাবাদ ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ সেলিম (আ.লীগ) ও ছলিমাবাদ ইউনিয়নে আবদুল মতিন (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। আরও খবর : লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নেই আ.লীগ জয়ী