কুমিল্লায় হাতকড়াসহ আসামি ছিনতাই : আটক ৩ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিতঃ ১৯ মার্চ, ২০১৬
জেলা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরই পুুলিশের একাধিক ছিনতাইকৃত আসামি আবদুল হককে আটক করতে অভিযান শুরু করলেও বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি। তবে এ ঘটনায় সহযোগিতার জন্য আসামি আবদুল হকের (৩৫) স্ত্রী ও ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, তিতাস থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ৪ পুলিশ সদস্য চুরি ও ছিনতাইয়ের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল হককে তার তিতাস উপজেলার কাপাসকান্দিস্থ বাড়ি থেকে গ্রেফতারের পর হাতকড়া পড়িয়ে নিয়ে আসার সময় তার স্বজনরা ডাকাত বলে চিৎকার শুরু করে। এসময় বাড়ির লোকজনসহ আসে-পাশের লোকজন এগিয়ে এসে পুলিশ দলকে ঘেরাও করে হাতকড়া অবস্থায় আসামি আবদুল হককে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়া ওই আসামির তার স্ত্রী নাজমা বেগম (২৮), ভাই আলম রনি (৩৮) ও একই বাড়ির জাকির হোসেনের স্ত্রী নাছিমা বেগমকে (৩৮) আটক করে।
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আসামি আব্দুল হকের স্ত্রী ও ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে। ওই আসামিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।