বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিতঃ ১৮ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় শাহ আলম নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মা ফিরোজা বেগম।
নিহত শাহ আলম ওই গ্রামের শহিদের ছেলে।
শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোররাতে গ্রামের মিয়া বাড়িতে গেল শাহ আলমকে চোর সন্দেহে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজন বেধড়ক পেটাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী Gonopetuni20160213031525সোনারবাংলা৭১.কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহ আলমের বিরুদ্ধে এর আগে চুরিসহ নানা অভিযোগ রয়েছে বলে জানান তিনি।