সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-২
প্রকাশিতঃ ১৭ মার্চ, ২০১৬
নিজস্ক প্রতিবেদক সরাইলে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বরোড মোড়ে দুপুর ১২টায় মাইক্রো বাসের ধাক্কায় আলমগীর (২১) নামের এক যুবক ও গত বুধবার রাত ১০টায় সরাইলের রসুলপুর এলাকায় ট্রাক্টরের চাপায় গোলাপ মিয়া (৪৭) আরেক ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুইজনের বাড়ি একই ইউনিয়নের চুন্টা ও রসুলপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে রিকশা আরোহী ছিল আলমগীর। ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি মাইক্রো বাস ওই রিকশাটিকে পেছনের দিক থেকে চাপা দেয়। আলমগীর সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক মাইক্রোটিকে (ঢাকা-মেট্রো-১৫-৫২০৭) আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আলমগীর চুন্টা গ্রামের মাঞ্জু মিয়ার ছেলে। ওদিকে গত বুধবার রাত১০টার দিকে সরাইল- অরুয়াইল সড়কের রসুলপুর এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ৯ সন্তানের জনক গোলাম মিয়া। লাশ দুটির ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।