কসবা সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ চোরচালান প্রতিরোধে সকলের সহযোগিতা চাই- লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান
প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সোমবার (১৪ মার্চ) বিকেলে বিজিবি কসবা কোম্পানী কমান্ডারের কার্যালয়ে বিজিবি ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শেখ ফরহাদুজ্জামানের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাটালিয়ন অধিনায়ক সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজিবি জোয়ানদের সহায়তা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার ব্যাপারে সীমান্ত এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সভা-সমাবেশ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিজিবি কসবা কোম্পানী কমান্ডার সুবেদার মো. আবু সাঈদ, পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, দৈনিক ইনকিলাব সংবাদদাতা শেখ মো. কামাল উদ্দিন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি