খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ফের সাংবাদিকের জিডি
প্রকাশিতঃ ১৪ মার্চ, ২০১৬
খাগড়াছড়ি : সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডিনিউজের জেলা প্রতিনিধি নুরুল আজমকে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়েছে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরা। এ ঘটনায় সোমবার সকালে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে সাংবাদিক নুরুল আজম ঘটনা বিবরণীতে বলেন, গত রোববারের (১৩ মার্চ) দুপুরে পৌর শহরের শালবন এলাকায় সংগঠিত সংঘর্ষের ঘটনায় হতাহতদের সংবাদ ও ছবি তুলতে খাগড়াছড়ি সদর হাসপাতালে গেলে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সমর্থক ও একাধিক মামলার আসামি সবুজ কুমার দে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মেয়র রফিকুল আলম তার লাশ পেলে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় আইনগত আশ্রয়ের জন্য সাধারণ ডায়েরি করেছেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সামসুদ্দিন ভুইয়াকে জিডি বিষয়ে জানতে একাধিকবার তার মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ঘটনায় সোমবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় বসে। সভা থেকে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী এবং মেয়রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায়, জেলায় সকল সাংবাদিকদের নিয়ে কর্মবিরতি পালন ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে পৌর নির্বাচন-২০১৫ এর সময় প্রকাশিত সংবাদের জেরে মেয়র রফিকুল আলম বাংলানিউজের স্টাফ রিপোর্টার অপু দত্তকেও প্রাণনাশের হুমকি দেন তৎকালীন ও বর্তমান মেয়র রফিকুল আলম। এ ঘটনায় গত ডিসেম্বর মাসে অপু দত্ত খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।