মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ফের সাংবাদিকের জিডি

প্রকাশিতঃ ১৪ মার্চ, ২০১৬  

খাগড়াছড়ি : সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডিনিউজের জেলা প্রতিনিধি নুরুল আজমকে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়েছে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরা। এ ঘটনায় সোমবার সকালে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে সাংবাদিক2016_03_14_12_26_04_3bQ8kz3pAKkfAW53iKmclB0oCgblaO_original নুরুল আজম ঘটনা বিবরণীতে বলেন, গত রোববারের (১৩ মার্চ) দুপুরে পৌর শহরের শালবন এলাকায় সংগঠিত সংঘর্ষের ঘটনায় হতাহতদের সংবাদ ও ছবি তুলতে খাগড়াছড়ি সদর হাসপাতালে গেলে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সমর্থক ও একাধিক মামলার আসামি সবুজ কুমার দে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মেয়র রফিকুল আলম তার লাশ পেলে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় আইনগত আশ্রয়ের জন্য সাধারণ ডায়েরি করেছেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সামসুদ্দিন ভুইয়াকে জিডি বিষয়ে জানতে একাধিকবার তার মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় সোমবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় বসে। সভা থেকে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী এবং মেয়রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায়, জেলায় সকল সাংবাদিকদের নিয়ে কর্মবিরতি পালন ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে পৌর নির্বাচন-২০১৫ এর সময় প্রকাশিত সংবাদের জেরে মেয়র রফিকুল আলম বাংলানিউজের স্টাফ রিপোর্টার অপু দত্তকেও প্রাণনাশের হুমকি দেন তৎকালীন ও বর্তমান মেয়র রফিকুল আলম। এ ঘটনায় গত ডিসেম্বর মাসে অপু দত্ত খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।