কুমিল্লায় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ কুমিল্লা: দেবিদ্বার উপজেলার বড়কামতা এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার সকাল ৮টায় দিকে তার মৃত্যু হয়।
চেয়ারম্যান প্রার্থীর প্রতিবেশী আবুল কালাম আদাজ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ।
তিনি বলেন, সকালে নিজ বাড়িতে নাস্তা করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কুমিল্লার ইস্টার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইউপি নির্বাচনে ওই এলাকায় মাত্র দু’জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন ছিলেন জয়নাল আবেদিন ও অপর জন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হয়নি।