ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
প্রকাশিতঃ ১২ মার্চ, ২০১৬
৩০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কমেডি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রেহমান খানকে।
গত মাসে রেহমানের বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ করা হলেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে এ অভিনেতাকে। ৩৬ বছরের রেহমান সিরিয়ালের বিভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন।
জানা গেছে, ২৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশানে রেহমান খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ওই নারী। তার অভিযোগের ভিত্তিতেই টিভি অভিনেতা রেহমান খানকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে ধর্ষিতা ওই নারীর সঙ্গে রেহমানের কোনো সম্পর্ক ছিল কি না কিংবা ওই বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি মুম্বাই পুলিশ।