মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ দগ্ধ ৭

প্রকাশিতঃ ১২ মার্চ, ২০১৬  

নিজস্ক প্রতিবেদক জেলার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আবু কালাম, এখলাস মিয়া, জরিনা বেগম, তাসলিমা, আবদুর রহমান, ইয়ামিন ও ইব্রাহিম মিয়া। এদের মধ্যে আবু কালামের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ এলপি গ্যাস দিয়ে রান্না করছিল। এসময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তিন শিশুসহ সাতজন দগ্ধ হন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে:সোনারবাংলা৭১.কমকে10_105298 জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।