বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কসবায় বৃদ্ধ মা’কে মারধরের মামলায় ছেলে গ্রেফতার

প্রকাশিতঃ ১২ মার্চ, ২০১৬  

জেলা প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃদ্ধা মা’কে (৬৫) মারধর করার মামলায় আওলাদ হোসেন নামে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) ভোররাতে উপজেলার বিনাউটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আওলাদ ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এর আগে ০৮ মার্চ বৃদ্ধা হালিমা বেগমকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ এনে ছেলে আওলাদ ও তার স্ত্রী রত্না আক্তারের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা করেন তিনি। ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

কসবা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসাইনBrahmanbariSm_22_597349421 জানান, বিধবা হালিমার ছয় মেয়ে ও দুই ছেলের মধ্যে চার নম্বর সন্তান আওলাদ। ছয় মেয়ের সবাই শ্বশুড় বাড়িতে এবং ছোট ছেলে প্রবাসে থাকেন। এ সুযোগে বাড়িতে একা পেয়ে সম্পত্তি নিজের নামে লিখে দিতে আওলাদ তার মা’কে প্রায়ই নির্যাতন করতো। সর্বশেষ বৃদ্ধা হালিমাকে মারধর করায় তিনি আদালতে মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া আওলাদকে আদালতে পাঠানো করা হবে বলে জানান এসআই বেলাল।