ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনের আচরন বিধি লংঘনের দায়ে ২ চেয়ারম্যানসহ ১০ জনের জরিমানা
প্রকাশিতঃ ১১ মার্চ, ২০১৬
জেলাপ্রতিনিধি: র বাঞ্ছারামপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের বিরুদ্ধে দেয়ালে পোষ্টার সাটানো ও মিছিল করার অপরাধে ভ্রাম্যমান আদালত এদের জরিমানা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে,ছলিমাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনী চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিন (নৌকা) ও তেজখালী ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মোঃ তাজুল ইসলাম (নৌকা) তেজখালী ই্উনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে ৫ হাজার টাকা ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অহিদ মিয়াকে ৩ হাজার টাকা, সোনারামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদন মিয়াকে ২ হাজার টাকা, দরিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাব্বির আহম্মেদ ছবিকে ৩ হাজার টাকা, ৬নং ওয়ার্ডের আলাউদ্দিন ভূঁইয়াকে ২ হাজার টাকা, রূপসদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ মালেককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী ৮ জন পুরুষ সাধারন সদস্য । উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মামুন সরদার অপরাধীদেরকে জরিমানা করেন। উপজেলা ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে । ৪টি ইউনিয়নের নির্বাচন সীমানা নির্ধারনের জটিলতার কারনে স্থগিত রয়েছে । ইউনিয়নগুলো হচ্ছে বাঞ্ছারামপুর ইউনিয়ন,আইয়ুবপুর,উজানচর,ও দরিয়াদৌলত ইউনিয়ন ।