বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেবিদ্বারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ১১ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃকুমিল্লা 2016_03_11_11_15_33_IUpfaErxrlVnfBa5KqtpXCqVFF1aWT_original জেলার দেবিদ্বারে অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা-আসরা গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির মুখমণ্ডলে চাপদাঁড়ি এবং পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুস সামাদ জানান, সকালে স্থানীয় লোকজন ফসলি মাঠে কাজ করতে যাওয়ার সময় বরকামতা ও আসরা গ্রামের সীমান্তবর্তী একটি নালায় মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের জানান। আমরা উভয় গ্রামের জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা এসে ঘটনা দেখে পুলিশে খবর দেই।

এ ব্যাপারে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা দূরের কোনো এলাকা থেকে তুলে এনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখেছে।