ঢামেকে কয়েদির মৃত্যু
প্রকাশিতঃ ০৭ মার্চ, ২০১৬
ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম (কয়েদি নং ৯৯৩২) নামে ৪৯ বছর বয়সী এক কয়েদির মৃত্যু হয়েছে। তার পিতার নাম মো. ইউসুফ। গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়।
সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে ১৯৯৫ সালে নারী ও শিশু দমন আইনে ৬৪/৯৬ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ৩০/৫।
সূত্র জানিয়েছে, নারী ও শিশু দমন মামলায় তিনি ফেনী কারাগারে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর সেখানকার সিভিল সার্জন চলতি বছরের ৬ জানুয়ারি ফেনী থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
বর্তমানে আব্দুল করিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজা খাজার উপস্থিতিতে চকবাজার থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।