বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ 2015_09_06_14_07_35_2afoRrsSpYDahl7r6oCBl1IJ3zd5SG_original-63-324x160: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মেহেদি হাসান রাসেল (৮) নামে এক শিশুকে হত্যার দায়ে আব্দুর রশিদ (২০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ২০০৭ সালের ৮ অক্টোবর আব্দুর রশিদ মেদেহিকে হত্যা করেন। এ অভিযোগ এনে ৯ অক্টোবর শিশু মেহেদির মা বাদী হয়ে রশিদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এরপর পুলিশ আব্দুর রশিদসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। বিজ্ঞ বিচারক ১৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। এ সময় রশিদ আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া অপর দুই আসামির অভিযাগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।