নরসিংদীতে কলেজছাত্রী হত্যা মামলায় একজনের ফাঁসি
প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬
নরসিংদীর বেলাবতে কলেজছাত্রী রিনবি আক্তার দিপা (২১) হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এ রায় প্রদান করেন।
নিহত কলেজছাত্রী রিনবি আক্তার দিপা বিবিএর ১ম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বেলাবো সৈয়দপাড়া গ্রামের সৈয়দ সামসুজ্জামানের মেয়ে।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হলেন- বেলাবো উপজেলার কাজিরটেক গ্রামের মিয়া উদ্দিনের ছেলে আল-আমিন (২৬)।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৭ মে বিকেলে কলেজছাত্রী দিপা বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিল। এ সময় আখ ব্যবসায়ী আল-আমিন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেয়ার পর তার মৃত্যু হয়।
আদালত সূত্রে আরও জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আল-আমিন কলেজছাত্রী দিপাকে ভালোবাসতো। তাকে কারো সঙ্গে কথা বলতে দেখলে আলামিন সহ্য করতে পারতো না। ঘটনার দিন দিপা তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে দেখলে তিনি ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগের বশবর্তী হয়ে দিপাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।