অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক
প্রকাশিতঃ ০১ মার্চ, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ
জেলার শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০৮ রাউন্ড গুলিসহ বাদশা লস্কর নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোর রাতে তাকে আটক করা হয়। বাদশা ব্যাসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বাদশা লস্কর অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যাসপুর গ্রামে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল ভোররাতে ওই গ্রামের জনৈক মিলনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে অত্যাধুনিক ১টি চাইনিজ এসএমজি, ১টি দোনালা শুটারগান, ৯৩ রাউন্ড এসএমজির গুলি ও ১৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।