হবিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফয়সল মিয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত ফয়সল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।
ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুরে রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সোনারবাংলা৭১.কমকে জানান, রাত ৮টার দিকে অলিপুর থেকে ফয়সল ও তার সহযোগী মোটরসাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে নুরপুর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর অপর আহত আরোহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।