মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা
প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ জেলার স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনা থেকে ৫ বছরের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন হতভাগ্য বাবা তপন মণ্ডল (৩০)।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কুড়িয়ানা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানাড়ীপাড়ার চাখার এলাকার অমূল্য মণ্ডলের ছেলে তপন কুড়িয়ানায় ভাড়া বাসায় থেকে কাঠমিস্ত্রীর কাজ করতেন। সকালে তিনি ওই সড়ক দিয়ে তার শিশু কন্যাকে নিয়ে হেঁটে যাবার সময় কুড়িয়ানা গার্লস স্কুলের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা তপনের শিশুকন্যাকে ধাক্কা দেয়। এ সময় তপন তার কন্যাকে রক্ষার্থে এগিয়ে যায়। কন্যা রক্ষা হলেও তপন গুরুতর আহত হন।
স্থানীয়রা প্রথমে তাকে সেখান থেকে উদ্ধার করে স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আহত তপনকে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে স্বরুপকাঠী থানার ওসি মো. মনিরুল ইসলাম সোনারবাংলা৭১.কমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।