বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে যুব সংহতি নেতার খণ্ডিত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারি, ২০১৬  

2016_02_28_12_03_43_eZuhyxUpAg99NtgfckTuRmxeV3BN3h_original-696x392স্টাফ রিপোর্টারঃ জেলার বাহুবলে চার শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই জাতীয় যুব সংহতি নেতা রফিক মিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের দাসপাড়া এলাকা থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।