সিলেটে পরিত্যক্ত অবস্থায় তাজা ককটেল উদ্ধার
প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ সিলেটে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরীর শিবগঞ্জ ফরহাদখাঁ সেতু সংলগ্ন এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক টোকাই শিশু কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। এসময় বিষয়টি আশেপাশের লোকজন মহানগরীর শাহপরান থানায় জানালে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।
সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীসোনারবাংলা৭১.কমকে বলেন, নাশকতার জন্য দুর্বৃত্তরা ককটেলগুলো লুকিয়ে রেখেছিল। ঘটনাস্থল থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা সোনারবাংলা৭১.কমকে বলেন, জদ্দার কৌটায় তৈরি কুড়িয়ে পাওয়া একটি ককটেল ছুঁড়ে মারলে বিস্ফোরিত হয়ে পথশিশুটি সামান্য আহত হয়।
এছাড়া তাজা আটটি ককটেল সিলেট এমসি কলেজ মাঠে নিয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।