বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কসবা সীমান্ত হাটে বসেছে দুই বাংলার মিলন মেলা

প্রকাশিতঃ ২১ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে বসেছে দুই বাংলার মিলন মেলা। রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কমলাসাগর ও ভারতের তারাপুর সীমান্ত হাট কমিটির যৌথ উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই বাংলার মিলন মেলায় পরিণত হয় কসবা সীমান্ত হাট।
সিপাহীজেলার জেলা প্রশাসক প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর নাহার, আগরতলার অতিরিক্ত জেলা শাসক দিলিপ কুমার চাকমা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের পক্ষে অধ্যাপক রামেশ্বর ভট্টাচার্য্য এবং বাংলাদেশের পক্ষে অধ্যাপক মান বর্ধন পাল, আগরতলা দুরদর্শন কর্মকর্তা জে. এস পাঠান, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার এম.এ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশ আমাদের বাতিঘর। আমাদের আন্দোলনের প্রতিক। কাঁটাতারের বেড়া কখনোই দু’দেশের মানুষকে আটকে রাখতে পরে না। একুশ বরাবরই আমাদের একই সুতোয় গাঁথবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল হাটের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও দু’দেশের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন।