বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার পর এসিডে ঝলসে দিয়েছে দেহ

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ সিলেটের শিশু রাজন ও হবিগঞ্জের বাহুবলে ৪ স্কুলছাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর এবার আরেক বর্বরোচিত, নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলায়।
উপজেলার তিনচটি গ্রামের জামাল (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার পর এসিড দিয়ে লাশ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত জামাল পেশায় বাবুর্চি ছিলেন। তিনি ঝিংগাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। হত্যাকারীরা জামালের মুখমণ্ডলসহ সারা শরীরে এসিড মেরে ঝলসে দিয়েছে এবং আঘাতে আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত করেছে।
গুম হওয়ার ৬ দিন পর শুক্রবার দুপুরে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি ইউনিয়নের কাটলপুর হাওড় থেকে জামালের লাশ উদ্ধার করা পুলিশ।