বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছুটির দিন সড়ক-সেতুর মেরামত বন্ধ রাখার নির্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে সরকারি ছুটির দিনগুলোতে সড়ক ও সেতুর মেরামতকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে সোনারগাঁয়ে মেঘনা সেতু এলাকায় যানজট দেখতে এসে সাংবাদিকদের সামনে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মেঘনা সেতুর মেরামতকাজ ও রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে এই সড়কে শুক্রবার যানজট তীব্র আকার ধারণ করে।
এই যানজট কিছুটা কমাতে তিনি সরকারি ছুটির দিনে মেরামতকাজ বন্ধ রাখার পাশাপাশি সোমবার পর্যন্ত মেঘনা সেতুর মেরামত কাজ বন্ধ থাকবে বলে তিনি জানান।
সড়কমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ২২৫ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জানান, জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতী এবং কাঁচপুর নতুন সেতুর নির্মাণসামগ্রী আসতে শুরু করেছে। আগামী মাসেই ঠিকাদাররা কাজ শুরু করবে।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেনের নির্মাণকাজও শেষ পর্যায়ে। আগামী মে মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।”
মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF