বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে আগুন

প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে পুড়ে গেছে ট্রান্সফরমার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ স্টেশন থেকে ২টি, মণ্ডলপাড়া থেকে ১টি, ঢাকার ডেমরা থেকে ২টি ও সদর দফতর থেকে ২টিসহ মোট ৭ ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা ‘দেশ এনার্জি লিমিটেড’ পরিচালিত ডিজেল চালিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে যায় এবং ছড়িয়ে পড়ে। এসময় ট্রান্সফরমার ও এতে থাকা ১৪ টন ডিজেল পুড়ে যায়।
বিদ্যুত কেন্দ্রের অপারেশন ইনচার্জ জহিরুল ইসলাম সোনারবাংলা৭১.কমকে জানান, অগ্নিকাণ্ডে ৩৫ এমবিএ আয়তনের ৩ নম্বর ট্রান্সফর্মারটি পুড়ে গেছে। এছাড়াও ক্যাবল, পিসি, সিডিসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। পাশের ২ ও ৪ নম্বর ট্রান্সফর্মারও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ট্রান্সফর্মারের মূল্য ৬ কোটি টাকা।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, অতিরিক্ত গরম হয়ে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না।