মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিতঃ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬  

শারমীন আক্তারঃ চাঁদপুরের কচুয়া থানার একটি মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
দণ্ডিত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও দিতে হবে।
মঙ্গলবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু।
দণ্ডপ্রাপ্তরা হলেন কচুয়া উপজেলার আমুজান এলাকার হামিদ আলীর ছেলে সিরাজ মিয়া (৪৭) এবং মৃত আলী আজগরের ছেলে আমির হোসেন (৪৩)।
মামলার বরাত দিয়ে তিনি সোনারবাংলা ৭১.কমকে= বলেন, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আমুজান এলাকায় সিরাজ মিয়া ও আমির হোসেনের বাড়ি থেকে
৪০১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কচুয়া থানার এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন। ২০১০ সালের ১৬ জুলাই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।