মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সেনবাগে স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার

প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬  

সাথী আক্তার : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে শহিদ উল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা কর‍া হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদ উল্লাহ মারা যান। এর আগে দুপুরে স্থানীয় ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ উল্লাহ উপজেলার একই ইউনিয়নের অশ্বাদিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, ছেলের খতনা অনুষ্ঠান করার ব্যাপারে কয়েকদিন ধরে শহিদ ও খোদেজা দম্পত্তির মধ্যে কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে শহিদের ভায়রার বাবুপুর গ্রামের বাড়িতে পারিবারিক বৈঠক বসে। একপর্যায়ে শহিদ ও খোদেজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় উত্তেজিত হয়ে খোদেজা, তার বোন হাফিজা ও ভায়রা একত্রিত হয়ে শহিদকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শহিদকে তারা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সোনারবাংলা৭১.কমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই আবুল হাসেম হত্যা মামলা দায়ের করলে খোদেজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।