গাজীপুরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ সোনারবাংলা৭১.কমকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন স্টাফ রিপোর্টারঃ সোনারবাংলা৭১.কমকে জানান, ভোরে ওই সময়ে ওই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে চেকপ্রিন্টের লুঙ্গি ও গলায় লাল রঙয়ের মাফলার রয়েছে।