মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের গোল চত্বর এলাকায় ইকবাল হোসেন নামে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার গোলচত্বর এলাকার খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ইকাবাল উপজেলার বাহুলী গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।
টাঙ্গাইল র‌্যাব-১২(সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোলচত্বর বাজারে পল্লী চিকিৎসার পাশাপাশি ইকবালের বিকাশের দোকান ছিল। তিনি রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে গোলচত্বর এলাকার খেয়া ঘাটে নদী পার হচ্ছিলেন। এ সময় ৮/১০ জনের একটি ডাকাত দল তাকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি সোনারবাংলা৭১.কমকে জানান।