বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়নগঞ্জে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৬  

নারায়ণগঞ্জে ফেয়ার টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার ম্যানেজারের থেকে ৩ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার কাচপুর ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ম্যানেজার জহিরুল বগুড়া জেলার কাজীর নড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে।কাচঁপুর হাইওয়ের থানার (ওসি) শেখ শরীফুল ইসলাম জানান, দুপুরে ইসলামী ব্যাংকের চিটাগাং রোড শাখা থেকে ৩ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে তারাবো এলাকায় ‍অবস্থিত প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ম্যানেজার জহিরুল। কাচঁপুর গোল চত্বর পার হওয়ার সময় ফাঁকা গুলি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।