বিকাশ এজেন্টকে হত্যার পর নগদ টাকা ও মোবাইল ছিনতাই
প্রকাশিতঃ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
মাদারীপুর: মাদারীপুরে বাদশা শেখ নামে এক বিকাশ এজেন্টকে হত্যার পর নগদ ১ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার কুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা রাজৈরের নয়াকান্দি এলাকার আমজেদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে কুনিয়া বাজারের বাদশা টেলিকম দোকানের সাটারের তালা ভাঙা দেখতে পায় এলাকাবাসী। পরে তারা ভেতরে ঢুকে বাদশা শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দোকান থেকে মোবাইল ফোন ও নগদ ১ লাখ টাকা নিয়ে গেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, খুনিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।