বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিতঃ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬  

নারায়নগঞ্জ প্রতিনিধি: ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় গার্মেন্টকর্মী নাজমা বেগম হত্যার দায়স্বীকার করেছে তার স্বামী নূরনবী। মোবাইলে এক নারীর সঙ্গে পরকীয়া করতেন নূর নবী। আর এবিষয়টি জানতে পেরে তাকে বাধা দেয় তার স্ত্রী নাজমা বেগম। এতে ঝগড়া করে নূর নবী তার স্ত্রী নাজমাকে শ্বাসরোধে হত্যা পর পালিয়ে যায়। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত ১৬৪ ধারায় নূর নবীর দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন। এর সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, ২৪ জানুয়ারি ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় আশু মিয়ার ভাড়া দেয়া বাড়িতে নাজমাকে তার স্বামী নূর নবী শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। লালমনির হাট জেলার কালীগঞ্জ থানার লতাবর এলাকা আমজাদ আলীর ছেলে নূর নবী।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনির হাট সদর এলাকা থেকে সোমবার রাতে নূর নবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর হত্যার দায় স্বীকার করায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়। এরপর সে আদালতেও হত্যার দায় স্বীকার করেছে।