মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে বাসের ধাক্কায় নিহত ৩

প্রকাশিতঃ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬  

সোমবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কে ভৈরমপুর সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. এনায়েত হোসেন।

নিহতরা হলেন উপজেলার কদমতলা এলাকার সালমান কাজী (২২), রুবেল (২০) ও মান্না (২০)।

আহত সোহাগকে (২১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি এনায়েত হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে চার যুবক নাজিরপুর অভিমুখে যাচ্ছিলেন।

“সকাল ১০টার দিকে ভৈরমপুর সেতুর উপর নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সালমান মারা যান।

“খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মান্না ও রুবেল।”

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো বলে জানান ওসি।

বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

নিহত সালমান কদমতলা গ্রামের মো. হান্নান কাজীর ছেলে। হতাহত অপর তিনজনও একই গ্রামের। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল রায় জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।