স্কুলছাত্রকে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার
প্রকাশিতঃ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রনি নামে এক স্কুলছাত্রকে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নাইম নামে এক অপহরণকারীকে আটক করা হয়। শনিবার রাতে ময়মনসিংহের বড়বাজার এলাকা থেকে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে।
অপহৃত রনি কোদালিয়া পশ্চিমপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চিলাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রনি স্কুলে তার শ্রেণিকক্ষেই ছিল। দুপুর ২টার দিকে একই এলাকার রজব আলীর ছেলে নাইম (২০) স্কুলে গিয়ে শ্রেণি শিক্ষকের কাছে জানায় রনির মা খুবই অসুস্থ। তাকে এখনই বাড়িতে নিয়ে যেতে হবে বলে নাইম শিশুটিকে স্কুল থেকে বের করে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে জানানোর পর রনিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ।
পাকুন্দিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, অপহরণকারী নাইমের মোবাইল ফোনের সূত্র ধরে শনিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ জেলা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার ও রনিকে উদ্ধার করা হয়। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল এর সঠিক কোন তথ্য দিতে পারিনি পুলিশ। এসআই নাজমুল ইসলাম জানান, অপহরণকারী নাইমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে রনির বাবা রতন মিয়া বাদী হয়ে আজ পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।