পুঠিয়ায় ঘুমন্ত নারীকে জবাই
প্রকাশিতঃ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় শাহনাজ বেগম (৩৫) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মাইপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
দুপুরের মধ্যেই ময়নাতদন্তের জন্য শাহনাজের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সোনারবাংলা ৭১.কমকে জানান, শাহনাজ মাইপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। শনিবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি।ওসি বলেন, ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে জবাই করা হয় শাহনাজকে। তার কোনো সন্তান ছিলো না। হত্যার পর স্বামীকেও বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাই কে বা কারা হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।