স্ত্রী-সন্তানকে খুন করে পালানোর সময় স্বামী আটক
প্রকাশিতঃ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
শারমীন আক্তারঃ =নোয়াখালীর সূবর্ণচরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় স্বামী সঞ্জয় নাথকে আটক করেছে স্থানীয়রা। এসময় সঞ্জয়ের বাবা-মাকেও আটক করা হয়।
শনিবার ভোরে উপজেলার চরভাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দশরত নাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকী রাণী নাথ ও তার শিশু ছেলে হরিনাথ।
স্থানীয়রা জানান, চরবাটা ইউনিয়নের শিবরচরন গ্রামের সঞ্জয় নাথের পরিবারে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে স্বামী সঞ্জয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী লাকী রানী নাথ ও তাদের দুই বছরের সন্তান হরিচন্দ্র নাথকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খুন করে পালিয়ে যাওয়ার সময় স্বামী সঞ্জয় নাথ ও তার বাবা-মাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন সোনারবাংলা ৭১.কমকে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে –