মোহনপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
প্রকাশিতঃ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
রাজশাহী: রাজশাহীর মোহনপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলান চন্দ্র (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জাহানারবাদ খাতড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সকালে প্রতিবেশী ওই শিশুকে গাজর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে পলান চন্দ্র। পরে অসুস্থ হয়ে ওই শিশু বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়।
শিশুটির পরিবার দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।
রাজশাহীর মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান মুন্সী জানান, ওই শিশুর বাবা এ ঘটনায় দুপুরে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় বিকেলে নিজ বাড়ি থেকে অভিযুক্ত পলান চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।