হরিণাকুন্ডুতে চরমপন্থি নেতার মৃতদেহ উদ্ধার
প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেছমতপুর ঘোড়াগাছা এলাকায় আনোয়ার হোসেন আনু (৪০) নামে এক চরমপন্থি নেতার মৃতদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে সোনারবাংলা৭১.কমকে জানিয়েছেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন।
আনু একই উপজেলার ভালকি গ্রামের জবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।