মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬  

= নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান হরিণাকুণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের বাছের আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মিজানুর নিজ বাড়িতে বৈদ্যুতিক ছেঁড়া তারের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা বছিউল আলম বিষয়টি সোনারবাংলা ৭১.কমকেনিশ্চিত করেছেন।