বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ইকোপার্কে ফের আগুন

প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু ইকোপার্কে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ একর জমির ছনখেতসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যমুনা নদীর পশ্চিমপাড়ে সেতুর গাইড বাঁধ সংলগ্ন ইকোপার্কের উত্তর-পশ্চিমাংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ৮ জানুয়ারি একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম সোনারবাংলা ৭১.কমকে জানান, পার্কে আগত দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।