কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইয়াসিন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারি) দুপুরে কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন পূর্ব গাইলকাটা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান সোনারবাংলা৭১.কমকে জানান, দুপুরে ইয়াসিন টিনের ঘরের উপরে উঠেছিলেন। এ সময় ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।