মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জের রিকশা চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রামে লোকমান মিয়া (৪০) নামে এক রিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার দেহে ধারালো অস্ত্রের ১৬টি আঘাতের চিন্থ রয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পূর্ব নয়াহাটি গ্রামের একটি বেগুন খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
লোকমান মিয়া ওই গ্রামের আমির আলীর ছেলে।
এ ঘটনায় লোকমানের চাচাতো ভাই নাজিম উদ্দিন, মাসুক মিয়া ও ফজল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা সোনারবাংলা৭১.কমকে জানান, বুধবার রাত ৯টার দিকে লোকমান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন সারা রাত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে সকালে একই গ্রামের একটি বেগুন খেতে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে লোকমানের সঙ্গে তার চাচা ফিরোজ আলীর তিন ছেলে নাজিম উদ্দিন, মাসুক মিয়া ও ফজল মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।