ঝিনাইদহে পৌর মেয়রসহ ২ জন কারাগারে
প্রকাশিতঃ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬
ঝিনাইদহ: অস্ত্র মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু (৪৫) ও আব্দুস সামাদের (৫০) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২ ডিসেম্বর কয়েকজন দুর্বৃত্ত মুস্তাফিজুর রহমান বিজুর বাড়ির সামনে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে তিনি নিজের শর্টগান দিয়ে গুলি করেন। এ সময় সেখানে আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মুস্তাফিজুর রহমান বিজু ও আব্দুস সামাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।এ মামলায় তারা আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।